WestBengalBangla

Nov 26 2023, 18:01

*ঝান্ডার সাথে ডান্ডা নিয়ে সোমবার খেজুরি ও তার পার্শ্ববর্তী এলাকা বন্ধ করে ভাইপোর পুলিশ সুপারকে ছোট সিগনাল আমি দেবো- শুভেন্দু*

মেচেদাঃ খেজুরির বিজেপির মন্ডল সভাপতিকে আদালতের নির্দেশ অমান্য করে গ্রেপ্তার করার প্রতিবাদে শনিবার রাতে মারিশদা থানায় ঢুকে পুলিশকে হুমকি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের অত্যাচারের প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১২ ঘন্টার বন্ধ ডেকেছে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।সেই বন্ধ সফল করতে রবিবার মেচেদায় বিজেপি জনসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, " খেজুরি সহ পার্শ্ববর্তী এলাকা ভাঙ্গাবেড়া, তেখালি সহ বিভিন্ন এলাকা সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভারতী জনতা পার্টির কর্মীরা ঝান্ডার সাথে ডান্ডা লাগিয়ে কালকে মাঠে থাকবে।ভাইপোর পোষ্য পুলিশ সুপার তাকে ছোট সিগনাল একটা দেবো।

আগামী ২৯ নভেম্বর কলকাতায় বিজেপির প্রতিবাদ সভা রয়েছে তার প্রস্তুতি সভা হিসাবে রবিবার মেচেদা ইস্কন মন্দির সংলগ্ন মাঠে বিজেপি জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় পূর্ব মেদিনীপুর জেলার দুই সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকেরা উপস্থিত হয়েছিলেন।

তিনি এদিন বলেন, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা তাই এই জেলা থেকে বেশি সংখক মানুষের উপস্থিতি আহ্বান করছি।

এদিন ফিরহাদ হাকিমের পুলিশকে নিয়ে মন্তব্যের পরিপেক্ষিতে তিনি বলেন, এতদিন আমরা পুলিশের বিষয়ে অভিযোগ করে আসছিলাম। এখন তার দলের মন্ত্রীরাও অভিযোগ করছে। এর দ্বারা বোঝা যায় আমাদের অভিযোগ ভুল নয়।

পাশাপাশি রাজ্যের মিড ডে মিল নিয়ে সিবিআই তদন্তের বিষয়ে তিনি বলেন, আমি বার বার বলেছিলাম মিড ডে মিলের পয়সা নিয়ে হেলিকপ্টার চড়ছে, চেক দিচ্ছেন, দুয়ারে সরকারের লিফলেট, কম্বল সহ বিভিন্ন জিনিস বিতরণ করেছেন। আমি এক বছর ধরে তথ্য প্রমান সংগ্রহ করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকে দিয়েছিলাম। সিবিআই অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। এবার দেখ ঠেলা।।

WestBengalBangla

Nov 26 2023, 17:40

*কালিম্পং টাউন হলে প্রদেশ কংগ্রেস সভাপতির হাতে ধরে কংগ্রেস যোগ দিলেন বিনয় তামাংদের*

রাজ্য

এসবি নিউজ ব্যুরো: রবিবার

কালিম্পংয়ের টাউন হলে প্রদেশ কংগ্রেস সভাপতির অধীর রঞ্জন চৌধুরীর হাতে ধরে কংগ্রেস যোগ দিলেন বিনয় তামাং। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তার হাতে দলীয় দলীয় পতাকা তুলে দেন। যদিও বিনয় তামাং কংগ্রেসে যোগদান নিয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

জিটিএ নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এরপর দলের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়। এবং তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন তিনি। প্রায় এক বছর কোন রাজনৈতিক দলে যোগ দেননি তিনি। এই বিষয়ে বিনয় তামাং বলেন," পাহাড়বাসী ৩ বার বিজেপির সাংসদ দিয়েছে কিন্তু কোন কাজ করেনি। আমি পাহাড়ের পার্মানেন্ট পলিটিকল সমাধান চাই।"

WestBengalBangla

Nov 26 2023, 17:39

*বিপুল পরিমান ভুটানি মদ উদ্ধার*

রাজ্য

 

 এসবি নিউজ ব্যুরো: বিপুল পরিমান ভুটানি মদ উদ্ধার করল আলিপুরদুয়ারের জয়গাঁ থানার পুলিশ।আটক করা হয়েছে একটি গাড়িও। পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে জিএসটি চেক পোস্টে জয়গাঁ থেকে আসা একটি গাড়িকে পুলিশ কর্মীরা দাঁড়াতে বললে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে।

এরপরই গাড়ির পিছনে ধাওয়া করে গাড়ি আটকে তল্লাশি চালাতেই, সেখান থেকে উদ্ধার হয় বিপুল সংখ্যক মদ। তবে পুলিশ তরফে জানানো হয়েছে, ২৫ কার্টুন ভুটানি মদ উদ্ধার হয়েছে। এ ঘটনায় গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং উদ্ধারকৃত মদ ও গাড়ি আটক করে জয়গাঁ থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত শুরু করেছে জয়গাঁ থানায় পুলিশ।

WestBengalBangla

Nov 26 2023, 17:30

*জগদ্দলে ভি কি যাদব খুনের অভিযুক্তদের নিয়ে পুর্ননির্মান করাল জগদ্দল থানার পুলিশ*

উত্তর ২৪ পরগনা : জগদ্দলে ভি কি যাদব খুনের ঘটনার পুর্ননির্মান করল জগদ্দল থানার পুলিশ।

আজ অভিযুক্ত অঙ্কিত সিং কে নিয়ে কিভাবে খুনিরা খুন করেছিল এবং কোথায় কোথায় তারা আশ্রয় নিয়েছিল খুনের পর সেই গুলো কে পুলিশকে দেখালো অভিযুক্তরা।

WestBengalBangla

Nov 26 2023, 17:29

বিজেপি যুব মোর্চার বিক্ষোভ

উত্তর ২৪ পরগনা: কয়েক সপ্তাহের মধ্যেই ভাটপাড়ায় খুন হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়দের দাবি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। ভাটপাড়া আইন-শৃঙ্খলার অবনতির কারণে আজ বিজেপি যুব মোর্চার তরফ থেকে ঘোষপাড়া রোড অবরোধ করে তারা।জগদ্দল থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে যুব মোর্চা।

WestBengalBangla

Nov 26 2023, 15:12

*বোমা বিস্ফোরণ হাতের আঙ্গুল উড়ল ১৩ বছরের কিশোরের*

রাজ্য

উত্তর ২৪ পরগনা: দেগঙ্গায় তৃণমূলের পার্টি অফিসের পিছনে বোমা বিস্ফোরণ হাতের আঙ্গুল উড়ল এক ১৩ বছরের কিশোরের। আহত কিশোরের নাম আর্মান গাজী। তাকে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের শেখের মোড় এলাকায়। তৃণমূলের পার্টি অফিসের পিছনের আমবাগানে কিভাবে বোমা আসল তার নিয়ে উঠেছে প্রশ্ন।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন,ওই কিশোর আর্মান গাজী পার্টি অফিসের পিছনে আম বাগানে খেলা করছিল।

এরপর একটি ব্যাগের মধ্যে কি রাখা আছে সে দেখতে যায়। এবং দেখে তার মধ্যে বলের মতো পাঁচটি কি রয়েছে। হাতে করে তুলে খেলতে গেলে আচমকা বিস্ফোরণ হয়। আর্মান গাজীর হাতের আঙুল উড়ে যায় এবং বাহাতের মাংসপেশিতে ক্ষত হয়। বোমার বিকট আওয়াজ শুনে এলাকাবাসী ছুটে আসে। খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশকে। দেগঙ্গা থানা ও চাকলা ফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত ওই ব্যাগের মধ্যে ৩টি তাজা বোমা রয়েছে।

বোমাগুলি উদ্ধার করার জন্য বোম স্কোয়াডকে করার খবর দেওয়া হয়েছে। তবে এই বোমা রাখা প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতা বলেন, "সামনে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে বিরোধীরা চক্রান্ত করে বাগানের মধ্যে এভাবে বোমা রেখে গিয়েছে।"

WestBengalBangla

Nov 26 2023, 14:33

পর্যটকদের স্বাগত জানাতে তৈরী 'বাঁকুড়ার রাণী' মুকুটমনিপুর

বাঁকুড়াঃ প্রাত্যহিক কর্মব্যস্ততা আর ইঁট কাঠ পাথরের জঙ্গলের মধ্য থেকে বেরিয়ে একটু আনন্দ উপভোগের জন্য মূলত ছুটির দিন গুলোকেই বেছে নেন অনেকেই। তাই ক্যালেণ্ডারে লাল দাগ দেওয়া ওই বিশেষ দিন গুলোতে একটা বড় অংশের 'পরিযায়ী' পর্যটকের অন্যতম পছন্দের 'ডেস্টিনেশান' হয়ে ওঠে জল, জঙ্গল আর পাহাড়ি সৌন্দর্যে ঘেরা 'বাঁকুড়ার রাণী' মুকুটমনিপুর। বাঁকুড়া শহর থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মুকুটমনিপুরে সড়ক পথে সহজেই পৌঁছে যাওয়া যায়।

মুকুটমনিপুর বেড়াতে এসে জলাধারে নৌকাভ্রমণ না করে ফিরে যাবেন- এমন বেরসিক মানুষ বোধহয় খুঁজে পাওয়া দূস্কর। আর তাই শীতের শুরুতেই পর্যটন মরশুম শুরুর আগেই যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে মুকুটমনিপুর উন্নয়ন পর্ষদ নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতি, সঙ্গে তৈরী নৌচালকরাও।

সমিতি সূত্রে খবর, ইতিমধ্যে মুকুটমনিপুরে ৬০ টি নৌকো সবসময়ের জন্য প্রস্তুত পর্যটকদের নিয়ে কাঁসাই আর কুমারীর সঙ্গমস্থলের বিশালাকার জলাধারের বুকে ভ্রমণের জন্য। এছাড়াও চলতি বছরে হুগলির বলাগড় থেকে আসা দক্ষ কারিগরেরা নতুন করে চারটি নৌকা তৈরীর পাশাপাশি পূরানো নৌকা গুলি মেরামতির কাজ শুরু করে দিয়েছেন। একই সঙ্গে জলাধারে নৌভ্রমণের মূল্যও নির্দ্ধারিত রয়েছে। সূত্রের খবর, জলাধারে নৌভ্রমণের ক্ষেত্রে মাথা পিছু ১৫০ টাকা, ১ থেকে ৫ জনে মিলে রিজার্ভ করলে ১৫০০ টাকা, এক ঘন্টা বোটিং ১২০০ টাকা, আশেপাশে ঘুরলে জন প্রতি ৫০ টাকা, ওই একই নিয়মে রিজার্ভ করলে ৭০০ টাকা মূল্য ধার্য হয়েছে বলে জানা গেছে।

নতুন নৌকা তৈরী ও মেরামতির ফাঁকে মানিক বারিক বলেন, একটি নতুন নৌকা তৈরীতে প্রায় দেড় লক্ষ টাকা খরচ পড়ে। এবার কয়েকটি নতুন নৌকা তৈরীর পাশাপাশি পূরাণো নৌকা গুলিও মেরামতির কাজ তারা করছেন বলে তিনি জানান।

আসন্ন পর্যটন মরশুমের কথা ভেবে খুশী নৌচালকরাও। নৌচালক বাবলু সাহু বলেন, আমরা প্রস্তুত, প্রস্তুত প্রশাসনও। পর্যটকদের স্বাচ্ছন্দ ও নিরাপত্তার কথা ভেবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান

'বাঁকুড়ার রাণী' মুকুটমনিপুরে এসে খুশী পর্যটকরাও। মুশাফিরানা, ডিয়ার পার্ক থেকে পরেশনাথ শিব মন্দির, বারোঘুটু পাহাড়, সোনার বাংলা আর কংসাবতী-কুমারীর সঙ্গমস্থল ঘুরে সোনাঝুরি ইকো পার্কে খানিক বিশ্রাম করে নিচ্ছেন অনেকে। নদীয়া থেকে সপরিবারে মুকুটমনিপুর বেড়াতে আসা প্রাণতোষ দত্ত, প্রতিচী দত্তরা বলেন, অনির্বচনীয় অভিজ্ঞতা, গরম একটু লাগলেও বেশ ভালো লেগেছে। মোটামুটি প্রায় সবজায়গায় ঘুরে দেখার চেষ্টা করেছেন বলে তারা জানান।

   

প্রাত্যহিক কর্মব্যস্ততার মাঝে একটু আনন্দ উপভোগের জন্য মানুষ ছুটে আসছেন মুকুটমনিপুরেই। আর সেই সব আগত অতিথিদের যাতে কোন সমস্যায় না পড়তে হয়, তার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে প্রশাসন। এবারও সেকারণেই সব জায়গাতেই স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে এখন আগত পর্যটকদের অপেক্ষায় 'বাঁকুড়ার রাণী' মুকুটমনিপুর।

WestBengalBangla

Nov 26 2023, 14:31

নদীয়ার নাকাশিপাড়ায় ফুচকা খাওয়ার ঘটনায় মৃত্যু হল এক মহিলার গুরুতর সুস্থ শিশু ও মহিলা সহ ৫০ জন।

রাজ্য

Update

নদীয়া: ফুচকা খেয়ে ঊষা ওঝা নামে মাঝ বয়সি এক মহিলার মৃত্যুর পাশাপাশি অসুস্থ হয়ে হয়ে হাসপাতালে ভর্তি শিশু ও মহিলা সহ প্রায় ৩৫ জন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ায় মাঠপাড়ার মরকখোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে ওই এলাকায় এক ব্যক্তি ফুচকা বিক্রি করতে যান। এলাকার শিশু, মহিলা সহ অনেকেই ফুচকা খান। এরপরই তাদের বমি সহ শারীরিক অসুস্থতা দেখা দেয়। একে একে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে তাদের বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো তারা সেখানে চিকিৎসাধীন আছেন। এরমধ্যে বেশ কয়েকজন শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঊষা ওঝার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে স্থানান্তরিত করা কল্যাণী যে এন এম হসপিটালে। আজ সকালে মৃত্যু হয় তার।

WestBengalBangla

Nov 26 2023, 12:53

*বড়সড় সাফল্য ফারাক্কা থানার পুলিশের*

রাজ্য

এসবি নিউজ ব্যুরো: আবারও বড়সড় সাফল্য পেল ফারাক্কা থানার পুলিশের।গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফারাক্কা থানার জয়রামপুর গ্রামে শনিবার গভীর রাতে একটি লিচু বাগান থেকে ৮ বস্তা ফেনসিডিল বোতল সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় কালিয়াচক থেকে ফারাক্কার জয়রামপুর এলাকায় একটি লিচু বাগানে হাত বদলে জন্য নিয়ে আসা হয়েছিল বিপুল পরিমাণ ফেনসিডিল। আর তার আগেই পুলিশের জালে ধরা পড়লো দুই পাচারকারী। ধৃতদের নাম মনসারুল হক( ৪০ ),বাড়ি ফারাক্কা থানার জয়রামপুর এলাকায় ও সেন্টু শেখ (৩৯), বাড়ি শিবনগর মাঠপাড়া এলাকায়।রবিবার সকালে ১৪দিনের পুলিশি হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় ফারাক্কা থানার পুলিশ।

বিপুল পরিমাণে এই ফেনসিডিল গুলি কার কাছে হাত বদলের জন্য নিয়ে এসেছিল তা তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।

WestBengalBangla

Nov 26 2023, 12:49

*শ্যামনগরে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রীর পাশে দাঁড়ালেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়*

রাজ্য

উত্তর ২৪ পরগনা: লঙ্কা চাওয়ার নাম করে রাতে বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের দাদার বিরুদ্ধে। জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর দীঘির পাড় এলাকার ঘটনা।

শনিবার ওই কলেজ ছাত্রী স্থানীয় কাউন্সিলরের দাদার বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করে। রবিবার সকালে কলেজ ছাত্রী ও তার পরিবারকে সাহস জোগাতে তার বাড়িতে আসেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মেয়েটি ভয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। তাই মেয়েটিকে সাহস জোগাতে এসেছি"। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা না নিলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন ওই বাম নেত্রী। তার কটাক্ষ, মহিলা মুখ্যমন্ত্রী হলেও বাংলায় মহিলারা সুরক্ষিত নন।